Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার ব্যবস্থাপনা বিভাগ, রংপুর

১৯৬২-৬৩ অর্থবছরে ৫০ হাজার মে. টন সার সংগ্রহ ও বিতরণের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র সার ব্যবস্থাপনা বিভাগ এর কার্যক্রম শুরু হয় এবং ১৯৯১-৯২ অর্থবছর পর্যন্ত সরকারিপর্যায়ে এককভাবে বিএডিসি কর্তৃক সার বিতরণ কার্যক্রম চালু থাকে। পরবর্তীকালে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৯৯২-৯৩ অর্থবছর হতে ২০০৫-২০০৬ অর্থবছর পর্যন্ত বিএডিসি'র সার বিতরণ কার্যক্রম বন্ধ থাকে। গত ২০০৬-০৭ অর্থবছর হতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিএডিসি পুনরায় সীমিত আকারে নন-নাইট্রোজেনাস (টিএসপি ও এমওপি) সার আমদানি ও বিতরণের কার্যক্রম শুরু করে। টিএসপি ও এমওপি সার আমদানি ও বিতরণে বিএডিসি'র সাফল্যে সরকার বিএডিসি'কে ডিএপি সার আমদানি ও বিতরণের দায়িত্বও প্রদান করে। বর্তমানে রাষ্ট্রীয় চুক্তির আওতায় তিউনিশিয়া ও মরক্কো হতে টিএসপি সার, সৌদি আরব ও মরক্কো হতে ডিএপি সার এবং বেলারুশ, রাশিয়া ও কানাডা হতে এমওপি সার আমদানি কার্যক্রম অব্যাহত আছে।

আমদানিকৃত সার বিএডিসি'র নিবন্ধিত সার ডিলারদের মাধ্যমে কৃষকদের নিকট ভর্তুকিমূল্যে বিক্রয় করা হয়। এছাড়া, প্রাতিষ্ঠানিক কোটায় বিভিন্ন সংস্থা/বিভাগের নিকটও ভর্তুকিমূল্যে সার বিক্রয় করা হয়। বিএডিসি'র সার ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার নিমিত্ত ১৪৪.৬৫৭৫ কোটি টাকা ব্যয়ে "বিএডিসি'র বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন ও সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ” শীর্ষক প্রকল্পটি ২০১৭-১৮ অর্থবছরে সমাপ্ত হয়েছে। প্রকল্পের আওতায় ৫০,০০০ মে. টন ধারণক্ষমতার ১৭ টি প্রি-ফেব্রিকেটেড স্টিল গোডাউন তৈরি করা হয়েছে এবং ১,৬০,০০০ মে. টন ধারণক্ষমতার ১১৫ টি পুরাতন সার গুদাম সংস্কার করা হয়েছে। বর্তমানে "বিএডিসি'র বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)" প্রকল্পটি চলমান রয়েছে।